পঞ্চগড় জেলা উপজেলায় বিএনপিসহ সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত হতে হবে। সবাইকে তৎপর হয়ে উঠতে হবে। খালেদা জিয়ার মুক্তির জন্য গণআন্দোলনে নামতে হবে।
বৃহস্পতিবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে পঞ্চগড়ে জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ. জেড. এম জাহিদ হোসেন।
মৎসজিবী দলের আহ্বায়ক খজির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী পরিষদের সদস্য এবং জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম, জাতীয়তাবাদী মৎস্যদলের সদস্য সচিব আবুল হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক