ওজনে কম দেওয়া ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য রাখায় মিরপুরের প্রিন্স সুইটস অ্যান্ড বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঢাকার দারুস সালাম ও শাহ আলী থানাধীন আরও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে, রসের ফোঁটাকে পঞ্চাশ হাজার টাকা, মুসলিম সুইটস অ্যান্ড বেকারিকে পঞ্চাশ হাজার টাকা ও বোগদাদিয়া বাণিজ্যালয়কে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পঁচা মিষ্টি, ওজনে কম দেয়া ও অস্বাস্থ্যকর পরিবেশের খাবার উৎপাদনসহ অন্যান্য কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বিত একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে এ জরিমানা করে। এ অভিযানে সহযোগিতা করে সিটি করপোরেশন।
বিডি-প্রতিদিন/শফিক