১৮ নভেম্বর, ২০১৯ ১০:০০

১০৫ জনের তথ্য চেয়ে দুদকের চিঠি

অনলাইন ডেস্ক

১০৫ জনের তথ্য চেয়ে দুদকের চিঠি

ফাইল ছবি

ক্যাসিনো কেলেংকারি, ঘুষ-দুর্নীতি, টেন্ডারবাজি, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে  ১০৫ জনের ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল রবিবার দুদক থেকে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। 

তালিকায় তিন সংসদ সদস্য রয়েছেন। তারা হলেন হুইপ শামসুল হক চৌধুরী, এমপি পংকজ দেবনাথ, এমপি নূরন্নবী চৌধুরী শাওন। এছাড়াও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা আবু কাউছার, বহিস্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট, খালেদ মাহমুদ ভুঁইয়া, ঠিকাদার জি কে শামীমসহ যুবলীগের দুই ডজন নেতা, ছাত্রলীগের সাবেক একাধিক নেতা, একাধিক ওয়ার্ড কাউন্সিলর, গণপূর্তের শীর্ষ পর্যায়ের প্রকৌশলী ও ব্যবসায়ীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েক নেতার নাম রয়েছে।

জানা গেছে, চিঠিতে যে ১০৫ জনের নাম দেওয়া হয়েছে সেই ১০৫ জনের নামের সঙ্গে ঠিকানা ও পদবী উল্লেখ করে তাদের সমুদয় ব্যাংক ও আর্থিক লেনদেনের তথ্য দ্রুততম সময়ের মধ্যে দুদককে সরবরাহ করতে অনুরোধ জানানো হয়।


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর