আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা বুধবার অনুষ্ঠিত হবে। ২০-২১ ডিসেম্বর দলের জাতীয় সম্মেলনকে সামনে রেখে এ সভা আহ্বান করা হয়েছে। ওইদিন বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। ইতোমধ্যে সহযোগীসহ মেয়াদোত্তীর্ণ জেলা ও উপজেলা কমিটিসহ তৃণমূল পর্যায়ে সম্মেলন শুরু করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে।
সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে বুধবার জাতীয় কমিটির সভা আহ্বান করা হয়েছে। সভায় সম্মেলন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে এবং নেতাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন