বরিশাল নগরীর নতুনবাজার বাস টার্মিনাল এলাকায় আলমক্কা নামে বানারীপাড়াগামী একটি বাস রাস্তা ছেড়ে চায়ের দোকানে উঠিয়ে দিয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনায় বড় ধরনের কোন ক্ষতি না হলেও চায়ের কেটলির গরম পানিতে দোকানীর শরীরের একাংশ ঝলসে গেছে। এ ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধরা ওই বাসের গ্লাস ভাঙচুর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বানারীপাড়াগামী আলমক্কা নামে একটি বাস নতুনবাজার বাস টার্মিনাল থেকে বের হচ্ছিলো। এ সময় বাসটি চালাচ্ছিলো চালকের সহকারী (হেলপার)। দ্রুত গতিতে টার্মিনাল ভবন থেকে বের হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা চন্দ্রদ্বীপ টি-স্টোরে উঠিয়ে দেয়। দুর্ঘটনার সময় চায়ের দোকানে অন্য কেউ ছিলো না। যে কারনে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের ধাক্কায় দোকানের ক্ষয়ক্ষতি ও কেটলির গরম পানিতে ঝলসে গেছে ওই দোকানীর শরীরের একাংশ।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার এসআই আরাফাত হাসান বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়। এর আগেই চালক পালিয়ে যায়। পরে বাসটি বরিশাল জেলা বাস মালিক গ্রুপ নেতাদের জিম্মায় দেয়া হয়। আহত ব্যক্তিকে বাস মালিকের পক্ষ থেকে চিকিৎসা খরচ দিতে বলা হয়েচে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল