কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে নেতা-কর্মীরা। মঙ্গলবার বিকালে শান্তিনগরে তারা এই বিক্ষোভ মিছিল করে।
মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলে নেতাকর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মিছিলে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম, যুবদল নেতা সোহেল আহমেদসহ বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত