নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আসুন আমরা মানুষের জন্য কাজ করি। যে যেই দলেরই হোক না কেন যে ধর্মেরই হোক না কেন মানুষের জন্য কাজ করুন। কাজ করুন দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের জন্য দরকার। উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। আমাদের রাজনীতিতে এখন আসলের চেয়ে নকল বেশি। আমরা ভালো না। কিন্তু ওনাকে (শেখ হাসিনা) দরকার এ দেশের জন্য। ওনার (শেখ হাসিনা) জন্য সবাই মন থেকে দোয়া করবেন, যেন আল্লাহ্ ওনাকে সুস্থ রাখেন এবং আল্লাহ্ যেন তার মনের আশা পূরণ করেন। বঙ্গবন্ধুর জন্যও সবাই দোয়া করবেন। তাকে তার পরিবার সহকারে মেরে ফেলা হয়েছে, যে এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেল। দোয়া করবেন, আল্লাহ্ যেন আমাদের মাফ করেন এই কলঙ্ক থেকে যেন মুক্তি পাই।
শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলীস্থ নাভানা সিটি সেন্ট্রাল জামে মসজিদের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুল হক হাসান, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাহবুব