ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক এনি (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন সারমিন (১৯) ও উপেন্দ্র সরকার (৭০) নামে আরকে পথচারী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শোল্লা কাঞ্চিরামপুর সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত এনি শোল্লা ইউনিয়নের কোন্ডা গ্রামের আজিজুলের স্ত্রী ও নবাবগঞ্জ সদর জেলা পরিষদ মার্কেটে আদিলা তানভির নামে একটি বিউটি পার্লারের স্বত্বাধিকারী ছিলেন বলে জানা গেছে। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক