পুলিশের বিশেষ শাখা-এসবির একজন পরিদর্শককে মারধরের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
আওয়ামী লীগ সমর্থিত এই কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে খিলগাঁও থানায় মামলা দায়ের করে। মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শওকত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিডি প্রতিদিন/আরাফাত