চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের রংপুর বিভাগীয় প্রধানকে আটক করেছে র্যাব-১৩ (রংপুর ক্যাম্পের সদস্যরা)। সোমবার রাতে নগরীর জাহাজ কোম্পানি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মাহমুদুল হাসান বেলাল। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার তালুক শৌলমারী সরকারপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার বিকেলে র্যাব-১৩ মিডিয়া অফিসার মেজর সৈয়দ ইমরান হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে জাহাজ কোম্পানি এলাকা থেকে প্রতারক চক্রের রংপুর বিভাগের প্রধান মাহমুদুল হাসান বেলালকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহমুদুল হাসান বেলাল জানান, কয়েকজন সহযোগী নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন নিয়োগে নিজেরাই নিয়োগপত্র তৈরি করে প্রতারণা করে আসছিলেন। চাকরি দেয়ার প্রলোভনে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিলেন বলে স্বীকার করেন।
বিডি-প্রতিদিন/শফিক