বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতাধীন এসএসসি’র বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ৩৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত।
মঙ্গলবার অনুষ্ঠিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বরিশাল জেলায় ৬ জন এবং ভোলায় ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ড সূত্র জানায়, বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৬২জন, বরগুনায় ৪০জন, পটুয়াখালীতে ৭৮জন, পিরোজপুরে ৩২জন, ঝালকাঠিতে ২২ এবং বরিশাল জেলায় অনুপস্থিত ছিল ১০৯ জন। এ কারণে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৯৪ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৯৪ হাজার ৬৩৩ জন।
বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলায় এ বছর মোট ১ হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে ১ লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থী এসএসসি’তে অংশগ্রহণ করছে। যা গত বছর থেকে ৫ হাজার ৫০৮ জন বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী ২৩ হাজার ৪০৯ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ২১ ভাগ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন