নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৪৫ লাখ টাকার প্রতারণা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গার্মেন্ট ব্যবসায়ী পাভেল মাহমুদকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে প্রতারণার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার সকালে ফতুল্লার মাসদাইর এলাকাস্থ পাভেলের বাড়ি হতে পুলিশ তাকে গ্রেফতার করে। পাভেল মাহমুদ ফতুল্লার মাসদাইর কবরস্থান সংলগ্ন এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
ফতুল্লা মডেল থানার এএসআই তারেক হাসান জানান, ফতুল্লার বিসিক শিল্পনগরীর এক প্রিন্টিং কারখানার মালিক অলিভের দায়ের করা প্রায় ৪৫ লাখ টাকার চেক জালিয়াতি মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গার্মেন্ট ব্যবসায়ী পাভেল মাহমুদকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল