আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান ‘বসন্তের সুর’।
বুধবার হাই কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে সঙ্গীতানুষ্ঠান হবে। সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত থাকবেন সঙ্গীতশিল্পী স্বপ্নীল সজিব, তামান্না প্রমি এবং নাঈম খান ডান্স কোম্পানি। আগ্রহী সবাইকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন