টকশোর মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিন নারীকে হত্যার হুমকিসহ বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে এখনই তার নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
এর আগে, গত ২৫ জানুয়ারি ‘উগ্রবাদ ও জেন্ডার সমতা’ নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে নারীদের অধিকার ও সমসাময়িক নারী উন্নয়নমূলক আলোচনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। টকশো অনুষ্ঠানের প্রমোশনাল অংশ টিভি চ্যানেলের ফেসবুক পেজে আপলোড করা হয়েছিল। তবে সেটি কর্তৃপক্ষ পরবর্তীতে সরিয়ে নিয়েছে। এর আগেই, ওই টকশোর লিংকটি বেশ কয়েকটি ফেসবুক পেজে শেয়ার করে তিন নারীকে নিয়ে অশ্লীল মন্তব্য ও হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ওই টকশোর অতিথি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আরিফা রহমান রুমা পরবর্তীতে ২৯ জানুয়ারি হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির পর হুমকিদাতা একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া। তিনি বলেন, ‘জিডির পর আমরা তদন্ত শুরু করেছি। হুমকির বিষয়টি আমরা মাথায় রেখেছি।’
বিডি-প্রতিদিন/মাহবুব