সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রাজেকুজ্জামান রতন বলেছেন, স্বাধীনতার ৪৯ বছরে এসে দেশের উন্নয়নের নানা বয়ান প্রতিদিন প্রচারিত হচ্ছে। অথচ এই উন্নয়ন আর অগ্রগতির নিয়ামক শক্তি শ্রমিকদের ন্যায্য মজুরি এখনও নিশ্চিত হয়নি। ১০২টি প্রাতিষ্ঠানিক শিল্পখাতের ৬২টি’র ঘোষিত মজুরি কাঠামো নেই। অন্যদিকে অপ্রাতিষ্ঠানিক খাতে মজুরির ন্যূনতম নীতিমালা নেই। প্রতি বছর হাজার শ্রমিক মৃত্যুবরণ করলেও কর্মক্ষেত্রে তাদের জীবনের নিরাপত্তা নেই।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বরিশাল জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
জেলা শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা গণফোরাম সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, জেলা বাসদ আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী ও শ্রমিক ফ্রন্ট নেতা শহীদুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বাবুল তালুকদার, মিজানুর রহমান, হানিফ মৃধা, জাহাঙ্গীর মাঝি, জাকির হোসেন, মহসীন মীর ও মানিক হাওলাদার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভায় বরিশালে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মৃত দুই সদস্যের এবং অসুস্থ্য এক সদস্যের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন কেন্দ্রীয় সভাপতিসহ নেতৃবৃন্দ।
সভা শেষে হলের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন