ঢাকা উত্তর সিটি নির্বাচনে অনলাইন নিউজ পোর্র্টাল আগামী নিউজ ডটকমের ক্রাইম রিপোর্টার মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার মামলায় গ্রেফতার টিফিন ক্যারিয়ার মার্কার ক্যাডার ইসমাইল হোসেনকে এক দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আলতাফ হোসেন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক এক দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় ৩৪ নম্বর ওয়ার্ড রায়ের বাজারস্থ জাফরাবাদ সাদেকখান রোড এলাকায় শেখ মোহাম্মদ হোসেন খোকনের (টিফিন ক্যারিয়ার মার্কা) কয়েকজন অনুসারী সাংবাদিক সুমনকে হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। গ্রেফতারকৃত আসামি ইসমাইল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তার সঙ্গে আর কারা জড়িত তা জানার জন্য রিমান্ডের প্রয়োজন। এর আগে বুধবার রাতে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ। ৩ ফেব্রুয়ারি সুমন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/আল আমীন