২৪ ফেব্রুয়ারি, ২০২০ ২২:০৩
বর্জ্য থেকে উৎপাদন হবে জৈব সার

গাজীপুর সিটি ও জাপানের আকুজিকিন কোম্পানির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর সিটি ও জাপানের আকুজিকিন কোম্পানির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) ও জাপানের আকুজিকিন কোম্পানির মধ্যে সোমবার একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আকুজিকিন কোম্পানীর প্রেসিডেন্ট ওশিহিরো ইয়ামাডা নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি অরগানিক ফোরটি মিনিটিস ডেমোনেস্ট্রেশন মেশিন (Orgabic 40 minutes demonstration Machine) অনুদান হিসেবে দিবে। এই মেশিনে বর্জ্য থেকে ৪০ মিনিটে ৬০ মেট্রিক টন জৈব সার উৎপাদন সম্ভব হবে। প্রথম মেশিনটি অনুদান হিসেবে দেয়া হলেও পরবর্তীতে জাপান সরকারের অর্থায়ন প্রতিষ্ঠান ওডি-এর অতি স্বল্প সুদে ঋণ নিয়ে ক্রয় করা হবে। গাজীপুর সিটি করপোরেশন একটি পরিচ্ছন্ন নগরীতে পরিণত করার লক্ষ্যে এ কর্মসূচি নেয়া হয়েছে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কে. এম জহুরুল ইসলাম, সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থানা কমিটির সভাপতি ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর