নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে দুই নারীসহ আটজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় পালিয়ে গেছে হোটেল ম্যানেজার। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় সামাদ বানু মার্কেটের ৫ম তলায় শাপলা আবাসিক হোটেলে ৫০৭ নম্বর রুম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো আনোয়ার হোসেন ওরফে রাজু (৫৫), মো. আমজাদ হোসেন (৩২), মো. সানি (৩০), রস্তম আলী (২৫), আরিয়ান আহম্মেদ আয়ান (২৮), মো. বাদশা মিয়া (৩০) ও দুই নারী। আর পলাতক রয়েছে শাপলা হোটেলের ম্যানেজার হুমায়ুন (৪২)।
ডিবি পুলিশের এসআই খোকন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাপলা আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫০৭ নম্বর রুমে অসামাজিক কাজ করার সময় আটজনকে আটক করা হয়। এবং কৌশলে হোটেলের ম্যানেজার পালিয়ে যায়।
তিনি আরও জানান, তারা একে অপরের সহায়তায় দীর্ঘদিন ধরে শাপলা হোটেল ভাড়া নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে নারী এনে পুরুষদের সঙ্গে টাকার বিনিময়ে দেহব্যবসা করে আসছে। আটকদের ও পলাতক ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/শফিক