রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতির পিতার জন্মশতবার্ষিকী। মঙ্গলবার সকালে নগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ নেতৃবৃন্দ।
এর আগে, সকালে নগরীতে শোভাযাত্রা করেছে রাজশাহী সেনানিবাসের ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় সেনানিবাসের শহীদ কর্নেল জাহিদ গেইটের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বর্ণালী মোড়, সিটি করপোরেশন মোড় হয়ে সেনানিবাসে ফিরে যায়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম