বেলুন-ফেস্টুন উত্তোলন এবং বিশাল বর্ণাঢ্য র্যালিসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন করছেন বরিশালের শেখ হাসিনা সেনানিবাস কর্তৃপক্ষ। সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর বরিশালের উদ্যোগে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির শুভ সূচনা করেন ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।
এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় অবদানকে স্ব-শ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং তার আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
এরপর শেখ হাসিনা সেনা নিবাসের প্রধান ফটক থেকে জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের সেনানিবাসের মধ্যে গিয়ে শেষ হয়।
এছাড়াও সেনানিবাসের প্রতিটি প্রবেশ পথ এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ সু-সজ্জিত করা, জাতির পিতার স্মৃতির স্মরণে বিশেষ দোয়া-মোনাজাত এবং বঙ্গবন্ধুর জীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম