রংপুর জেলা আওয়ামী লীগ অফিসের পাশে একটি রংয়ের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। সন্ধ্যা সাড়ে ৭ টায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নেভানোর কাজ করে।
ফায়ারসার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর বেতপট্টি রোড়ে মানিক বনিকের রং, তারপিন, গ্যাস সিলিন্ডার ও টিনের গোডাউন রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
ফায়ারসার্ভিসের উপ- পরিচালক সাইফুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্ত ছাড়া কিছু বলা যাবে না।
বিডি প্রতিদিন/হিমেল