বরিশালে 'মুজিববর্ষ' উদযাপন উপলক্ষে পৃথক কেক কাটা অনুষ্ঠান এবং ব্যাপক আঁতশবাজি উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টায় নগর ভবন চত্ত্বরে কাউন্সিলর ও কমকর্তা-কর্মচারীদের নিয়ে মুজিববর্ষের কেক কাটেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
এসময় শ্লোগানে শ্লোগানে ওই এলাকা মুখরিত করে তোলেন আওয়ামী লীগ নেতাকর্মীসহ অন্যান্যরা। একই সাথে ব্যাপক আঁতশবাজি উৎসবের আয়োজন করেন তারা। নানা রং ও ধরনের আঁতশবাজীতে ছেয়ে যায় রাতের আকাশ। আঁতশবাজি উৎসব উপভোগ করেন নগরবাসী। ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া মুজিববর্ষ উপলক্ষ্যে রাত ৮টায় বরিশাল সার্কিট হাউস চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক কেক কাটা এবং আঁতশবাজি উৎসবের আয়োজন করা হয়। এসময় বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী এবং জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে, রাত সাড়ে ৮টায় বরিশাল নদী বন্দরে বিআইডব্লিউটিএ’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর কেক কাটেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এসময় নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী রঙ্গিন করতে নগর ভবন, জেলা প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ন সরকারী দপ্তর ও বহুতল ভবনে নজরকারা আলোকসজ্জা করা হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ