আশুলিয়ায় ৪৮২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব-৪।
আটককৃতরা হলেন, বগুড়া জেলার শাহজাহানপুর থানার খলিশা কান্দি গ্রামের আমজেদ হোসেনের ছেলে আবু তালেব ওরফে জনি (২৫), নেত্রকোনার কাংশা এলাকার লিটন মিয়ার ছেলে মোঃ আল আমিন এবং আশুলিয়ার কাঠালতলা, হাকিম মার্কেট (মোশারফ ভিলা) এলাকার মৃত রমজানের ছেলে মো. রিয়াজ (২০)।
র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪৮২ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোনসহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করা হয়। এ বিষয়ে র্যাব-৪-এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনি. এএসপি উনু মং বলেন, আটককৃতরা বিভিন্ন এলাকা থেকে মাদক কিনে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/হিমেল