সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম কাজলকে উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক কাজলের বন্ধু-স্বজনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় মানববন্ধনে সাবেক ছাত্র নেতারা অংশ নেন। অবিলম্বে কাজলকে সুস্থ অবস্থায় ফেরত চেয়েছেন তার বন্ধু ও স্বজনরা।
এ সময় কাজলের স্বজনরা বলেন, এটা কোনো রাজনৈতিক সমাবেশ না। আমরা শফিকুল ইসলাম কাজলের বন্ধু ও স্বজনরা এই মানববন্ধনের আয়োজন করেছি। আমরা বলতে চাই, কাজল যদি কোনো অপরাধ করে থাকে, তবে আইনের আওতায় এনে তার শাস্তির ব্যবস্থা করুন। কিন্তু অন্যায়ভাবে কাউকে ধরে নিয়ে যাওয়াটা যুক্তিসঙ্গত না। তাকে অবিলম্বে সুস্থ অবস্থায় ফেরত দিন।
কাজলের ছেলে মনোরম পলক বলেন, বর্তমান এই ডিজিটাল যুগে একজন মানুষকে খুঁজে পাওয়া কোনো কঠিন কাজ না সরকারের পক্ষে। তাই কথা একটাই, বাবাকে সুস্থ অবস্থায় ফেরত চাই। আর কিছু বলার নেই।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, কাজল শৈশব থেকেই প্রতিবাদী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন। ওয়ান-ইলেভেনের সময় গণমাধ্যমের ওপর যখন কালো ছায়া নেমে এসেছিল, সেই কালো ছায়া থেকে গণমাধ্যমকে মুক্ত করায় অগ্রণী ভূমিকা ছিল কাজলের। নিজের জীবনকে তুচ্ছ করে গণমাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করেছেন তিনি।
তিনি বলেন, কিন্তু এই স্বাধীন দেশে হঠাৎ করে গত ১০ মার্চ থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা পুলিশ কর্মকর্তা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বলেছেন, তিনি বিষয়টি গভীরভাবে দেখবেন। আমরা বিশ্বাস করতে চাই, কাজল অক্ষত অবস্থায় আমাদের মাঝে, তার পরিবারের মাঝে অতি দ্রুত ফিরে আসবেন।
একই সময়ে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, সংগ্রাম সম্পাদক আবুল আসাদের নিঃশর্ত মুক্তি, বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী ও সাবেক সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধানের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (অপর একাংশ)।
বিডি প্রতিদিন/আল আমীন