নরসিংদীর বহিষ্কৃত যুব মহিলা লীগের নেত্রীর সাথে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় এবার মানহানির মামলা করলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা।
তিনি আজ ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে দৈনিক আকাশ খবর ও দৈনিক মেহেরপুর প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক মণ্ডলীর বিরুদ্ধে দু’টি পৃথক আরজী করেন। আরজী দু’টি আমলে নিয়ে শাহাবাগ থানার ওসিকে (তদন্ত) আগামী ১০ মের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা প্রদান করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
এর আগে আগরওয়ালা তার আইনজীবীর মাধ্যমে পত্রিকা দু’টির সম্পাদকদের নিকট এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে উকিল নোটিশ প্রদান করলেও তারা উক্ত নোটিশের কোন জবাব প্রদান করেননি। সি. আর মামলা নং ১০৬/২০২০ এবং সি. আর মামলা নং ১০৭/২০২০ এর আরজীতে এই ব্যবসায়ী নেতা তাকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় সুবিচার প্রার্থনা করেন।
বিডি-প্রতিদিন/শফিক