বরিশালে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসিমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১৮০ জন অসহায় দুস্থ রোগীকে ৯০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সমাজসেবা অধিদফতরের উদ্যোগে জেলা প্রশাসনের হলরুমে এক অনুষ্ঠানে ভুক্তভোগী ১৮০ জনের হাতে ৫০ হাজার টাকার করে চেক তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু ও জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।
এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সুবিধাভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপ-পরিচালক আল মামুন তালুকদার জানান, বরিশাল সিটি করপোরেশনসহ জেলার ১০ উপজেলায় জটিল ৬টি রোগে আক্রান্ত ১৮০ জন রোগীকে ৫০ হাজার টাকার করে মোট ৯০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। সমাজসেবা অধিদফতরের এই সহায়তা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম