রাজধানীর আগারগাঁও নতুন রাস্তায় ছিনতাইকারী ধরতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় পুলিশের এক সহকারী উপ পরিদশর্ক (এএসআই) নিহত হয়েছেন। তার নাম জাহাঙ্গীর আলম (৩৫) তিনি কাফরুল থানায় কর্মরত ছিলেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কাফরুল থানার পরিদশর্ক (ওসি অপারেশন) মো. জাহানুর আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক যুবক ছিনতাই করে পালাচ্ছিল তখন সেখানে দায়িত্বরত ছিলেন এএসআই জাহাঙ্গীর। তিনি চিৎকার শুনে ছিনতাইকারীকে ধরতে রাস্তায় চলে গেলে আলিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম