করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফি বলেছেন, করোনাভাইরাস বর্তমানে মহামারির রূপ নিয়েছে। বিশ্বব্যাপী এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে আমাদের দেশেও এ ভাইরাস সংক্রমিত হয়েছে এবং অনেকে আক্রান্তও হয়েছেন। এমন মুহূর্তে ইসলামী নির্দেশনা হলো, যথাসম্ভব সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা। তবে হতাশ বা আতঙ্কিত হওয়া কখনো কাম্য নয়। মুসলিম কখনো বালা-মুসিবত দেখে আতঙ্কিত হতে পারে না।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে সর্বাধিক দায়িত্ব বর্তায় আমার ডাক্তার ভাইদের উপর। আপনারাই জাতিকে সেবা ও সাহস দিয়ে সজাগ রাখতে পারেন। সচেতন করতে পারেন।
বৃহস্পতিবার গণমাধ্যমের প্রেরিত এক লিখিত বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, মানবসেবায় এগিয়ে আসুন। সরকারি ব্যবস্থাপনা পর্যাপ্ত না হলে স্বেচ্ছায় বিকল্প উদ্যোগ গ্রহণ করুন। বিভিন্ন উপায় অবলম্বন উদ্ভাবন করুন। মানুষের মাঝে আশার আলো ছড়িয়ে দিন। হতাশা আর ভীতি সঞ্চারমূলক কর্মকাণ্ড থেকে আল্লাহর ওয়াস্তে বিরত থাকুন। রোগীকে সেবা প্রদান করা একজন ডাক্তারের নৈতিক দায়িত্ব।
বিডি প্রতিদিন/আরাফাত