নব্য জেএমবির (জাময়াতুল মুজাহেদীন বাংলাদেশ) নারী শাখার সেকেন্ড ইন কমান্ড শিরিনা খাতুন ওরফে তাহসিন আব্দুল্লাহকে (২৩) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৯মার্চ) বিকাল ৪টায় রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম বিভাগের একটি দল।
শিরিনা খাতুন ওরফে তাহসিন আব্দুল্লাহর (২৩) গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
ডিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ সূত্র জানায়, শিরিনা নব্য জেএমবির নারী শাখার প্রধান আসমানী খাতুনের নির্দেশনায় কাজ করত। শিরিনা সেকেন্ড ইন কমান্ডার হওয়ার পর দীর্ঘদিন যাবত গোপনে অনলাইনে সদস্য সংগ্রহ, অনলাইনে জিহাদী ট্রেনিং ও হিজরতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছিলেন। অনলাইনে তার সঙ্গে নব্য জেএমবির অন্যতম নেতা ইসলাম আল হিন্দী, আবু দুজানা ও আবু মোহাম্মদদের সাথে তার যোগাযোগ ছিল।
গ্রেফতারকৃত শিরিনা মতিঝল থানার একটি মামলার এজাহারনামীয় আসামি। আজ (২০ মার্চ) ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিটিটিসির সহকারী কমিশনার শেখ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল