করোনা ইস্যুতে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে প্রচুর পণ্য মজুদ থাকলেও কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লুটছে। এ অবস্থায় নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বরিশাল নগরীর প্রধান প্রধান মোকামে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে শনিবার সকাল ১১টায় এই অভিযান পরিচালিত হয়।
শুরুতেই ভ্রাম্যমাণ আদালত হাটখোলা রোডের একটি অয়েল মিলে অভিযান চালিয়ে ১৪০ টাকা লিটার দরের সরিষার তেল ১৮০ টাকায় বিক্রির প্রমাণ পায়। এ সময় সেখান থেকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
পরে পিয়াজপট্টির পুলিন বিহারী ঘোষের মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভ্রাম্যমাণ আদালত ওই দোকান থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া পিয়াজপট্টির ব্যবসায়ীদের অতি মুনাফা না করার জন্য হুঁশিয়ার করেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী মাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/আল আমীন