৪ এপ্রিল, ২০২০ ১৭:০৩

পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত পুনঃর্বিবেচনার আহবান মেয়র সাঈদ খোকনের

নিজস্ব প্রতিবেদক

পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত পুনঃর্বিবেচনার আহবান মেয়র সাঈদ খোকনের

বর্তমান করোনা পরিস্থিতিতে পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত পুনঃর্বিবেচনার আহবান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শনিবার নগর ভবনে হটলাইনে সীমিত আকারে লোকলজ্জার ভয়ে খাবার গ্রহণে অস্বস্তিবোধকারীদের জন্য খাবার পৌঁছে দেওয়া কার্যক্রমের উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রীর প্রতি তিনি এ আহবান জানান। 

জানা গেছে, পোশাক কারখানা খুলে দেওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার কর্মমুখী মানুষ পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথ পাড়ি দিয়ে রাজধানী ঢাকাসহ  দেশের বিভিন্ন স্থানে ছুটছেন। গণপরিবহন বন্ধ থাকায় ঢাকা-আরিচা মহাসড়কে পায়ে হেঁটে, ভ্যান-ট্রলি এবং পিকআপ ভ্যানে গন্তব্যে ছুটছেন তারা।

বর্তমান করোনা পরিস্থিতিতে লাখ লাখ গার্মেন্ট কর্মী শহরে প্রবেশ করছে। এর ফলে করোনা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হবে বলে বহু নাগরিক ফোন করে মেয়রকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে এ বিষয়টি পুনঃর্বিবেচনার জন্য বাণিজ্যমন্ত্রীর প্রতি আহবান জানান ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ  খোকন ।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর