ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আইসোলেশনে থাকা এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় মারা যান তিনি।
ওই নারীর গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়ায়।
জানা যায়, অসুস্থ অবস্থায় বুধবার দিবাগত রাত ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন ৫০২ নং ওয়ার্ডে ভর্তি করা হন ওই নারী। পরে শ্বাসকষ্ট শুরু হলে তাকে আইসোলেশনে পাঠানো হয়। আইসোলেশনে থাকা অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৭টায় মারা যান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম