১০ এপ্রিল, ২০২০ ১৯:২৬

বরিশালে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে
জরিমানা

করোনা সংক্রমণ এড়াতে গনজমায়েত বন্ধ, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার বিরুদ্ধে বরিশালে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

পৃথক ভ্রাম্যমাণ আদালত সরকারি নির্দেশ অমান্যকারী ৬টি ব্যবসা প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তির কাছ থেকে মোট ১৩ হাজার ২শ টাকা জরিমানা আদায় করেন। 

পাশাপাশি সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশ মেনে শুক্রবারের জুমায় মসজিদে না গিয়ে বাসায় সকল নামাজ আদায় করতে জনগনণকে উৎসাহিত করেন ভ্রাম্যমাণ আদালত। 

এছাড়া নগরীসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। অহেতুক রাস্তায় বের হওয়া  মোটরসাইকেল আটকে দেয়। জরুরি প্রয়োজনে বের হলেও একাধিক আরোহী না থাকা এবং সরকারের নিয়ম মেনে চলতে সচেতনতা সৃষ্টি করেন ভ্রাম্যমাণ আদালত। 

জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর