বরিশালে একটি বেসরকারি হাসপাতালে ডাক্তারের অবহেলায় চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা। এ ঘটনায় অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবি করেছেন মৃত রোগীর স্বজনরা। তবে এই মৃত্যুর জন্য হাসাপাতাল কর্তৃপক্ষ দায়ী নয় বলে দাবী সংশ্লিষ্টদের। অপরদিকে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশ।
সোমবার দুপুরে নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত রোগীর নাম সোনিয়া আক্তার। তিনি ১ মাস ১০ দিন আগে ওই হাসপাতালে সন্তান প্রসব করেন। বেশ কিছুদিন পর সোনিয়া পেটে ব্যথা অনুভব করলে গাইনি ডাক্তার তানিয়া আফরোজের সাথে টেলিফোনে যোগাযোগ করেন। তার পরামর্শ অনুযায়ী গত ২৩ এপ্রিল ওই হাসপাতালে পুণরায় ভর্তি হয় সে।
সোমবার ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে সোনিয়ার পেটে অস্ত্রপচার করেন ডা. তানিয়া ও তার স্বামী সার্জারি ডাক্তার মো. মনিরুল আহসান। এর কিছুুক্ষণ পর সে মারা যায়।
মৃতের স্বজনদের দাবি রক্তের ব্যবস্থা না করে অস্ত্রপচার করায় এবং ভুল চিকিৎসায় সোনিয়ার মৃত্যু হয়েছে। রোগীর মৃত্যুর পরও পরীক্ষা-নিরীক্ষার নামে চিকিৎসকরা সময়ক্ষেপণ করেন। পরে তারা মৃত রোগীকে শের-ই বাংলা মেডিকেলের জরুরি বিভাগে প্রেরণ করেন। এ অবস্থায় রোগীর স্বজনরা ৯৯৯ এ ফোন করে অভিযোগ জানালে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন স্বজনরা।
এদিকে রোগীর মৃত্যুর পর ডা. তানিয়া ও ডা. মনিরুল আহসান হাসপাতাল থেকে তরিঘরি করে যাওয়ায় এবং পরবর্তীতে তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য জানা যায়নি।
তবে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী আফরোজা দাবি করেন, এই মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নয়। রোগী ডাক্তারের সাথে যোগাযোগ করে এই হাসপাতালে ভর্তি হয়েছিলো। ডাক্তররা প্রয়োজনীয় চিকিৎসাই দিয়েছিলেন।
অপরদিকে রোগী মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (অপারেসন্স) মো. মোজাম্মেল হক।
বিডি প্রতিদিন/এ মজুমদার