করোনার কারণে সরকারের বিশেষ ক্ষমায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৭ জন বন্দি। রবিবার দুপুর ২ টার দিকে বিশেষ ক্ষমতায় বন্দিদের কারাগার থেকে মুক্ত করে দেয়া হয়। এরা সবাই লঘু দণ্ডপ্রাপ্ত ছিলেন।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, করোনার কারণে সৃস্ট পরিস্থিতিতে বরিশাল কেন্দ্রিয় কারাগার কর্তৃপক্ষ ৩ ক্যাটাগরিতে ২৪২ জন বন্দিকে মুক্তির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠিয়েছিলো। এরমধ্যে ৭৩ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে, যাদের অন্তত ২০ বছর সাজা ভোগ করা হয়ে গছে। অপর দুই ক্যাটাগরিভূক্তরা হলো হাজতি এবং লঘুদণ্ডপ্রাপ্ত বন্দি।
রবিবার প্রথম দিন মোট ১০ জন বন্দিকে মুক্তির নির্দেশনা আসে। দুপুরে ৭জন বন্দিকে মুক্তি দেয়া হয়। কিন্তু নতুন মামলা সংক্রান্ত জটিলতার কারণে ৩জন বন্দিকে মুক্তি দেয়া যায়নি। তাদের মুক্তি বিলম্বিত হচ্ছে। বন্দি মুক্তির এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান বরিশালের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক।
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ৬৩৩ জন বন্দির ধারন ক্ষমতা থাকলেও সবশেষ গতকাল রবিবার সেখানে ১৩১৫ জন বন্দি ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল