ঢাকায় মারা যাওয়া বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বেজহার গ্রামের বাসিন্দা মনিরুজ্জামানের (৫০) লাশ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দাফন করেছে স্থানীয় জনপ্রতিনিধি, থানা পুলিশ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবীরা। শনিবার বিকেলে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার গ্রীনলাইফ হাসপাতালে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার রাতে মারা যান তিনি। গত শনিবার বিকেলে তার লাশ গ্রামের বাড়ি নিয়ে আসলে দাফন করেন স্বেচ্ছাসেবকরা।
গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সৈয়দ আলী সরদারের ছেলে ঢাকার গ্রীনলাইফ হাসপাতালের এক চিকিৎসকের গাড়িচালক মনিরুজ্জামান সরদার গত ১৪ দিন আগে ঢাকায় করোনা আক্রান্ত হন। এরপর থেকে তিনি গ্রীনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত শনিবার বিকেলে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ও থানার ওসি গোলাম ছরোয়ারের সার্বিক সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন স্বেচ্ছাসেবক রানা সরদার।
বিডি প্রতিদিন/এনায়েত করিম