গাজীপুরের কালীগঞ্জে লড়িচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই আরোহী।
রবিবার বিকেলে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়ের হোসেন (৩৮) ওই গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।
আহতরা হলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার দানাইল গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. নাইম (৩৫) ও নওগাঁ সদর উপজেলার পালপাড়া গ্রামের মৃত হরেন্দ্র নাথ সরকারের ছেলে সাধন সরকার (২৯)। তারা দু’জন এটিএম বুথ ব্যাংকিং সার্ভিস টেকনো মিডিয়ায় কর্মরত।
স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার বিকেলে জোবায়ের হোসেন মোটরসাইকেলযোগে পৌর এলাকার দেওপাড়া ফেরিঘাট থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে খলাপাড়া এবিএল কারখানার সামনে সেভেন রিং সিমেন্ট কারখানার একটি লড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গেও ওই জোবায়ের হোসেনের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে দুই মোটরসাইকেলে থাকা ৩ জনই আহত হন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জোবায়েরকে উদ্ধার করে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। অপর দু'জনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে তিনি থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আর্শাদ মিয়ার বরাত সড়ক দুর্ঘটনায় প্রবাসী জোবায়েরের মৃত্যুর তথ্য জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম