খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া একই সাথে হাসপাতালের একজন নার্স, একজন অফিস সহকারি ও একজন মেডিকেল টেকনেশিয়ান করোনায় আক্রান্ত হয়েছেন।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বিধান চন্দ্র গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত দু’দিনে খুলনা মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা সনাক্ত হয়।
এদিকে, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা সনাক্তের কারণে রেডিওলজি বিভাগ লকডাউন করা হয়েছে। হাসপাতালের চারটি অপারেশন থিয়েটার জীবানুমুক্ত করতে ডিজইনফেকশন ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাড়িতে রেখেই চিকিৎসা কার্যত্রম শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ