বরিশাল অঞ্চলের সুইসাইডাল স্কোয়াডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুকের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় নগরীর গোরস্থান রোড আঞ্জুমান-ই হেমায়েত-ই ইসলাম মাঠে দ্বিতীয় জানাজা শেষে মুসলিম গোরস্থানে সহধর্মীনি মরহুমা মাকসুদা বেগমের কবরে চির নিদ্রায় শায়িত করা হয় তাকে।
মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুক বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের বড় ভাই এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের অবসরপ্রাপ্ত সচিব ছিলেন।
জানাজার আগে মুক্তিযোদ্ধা ফারুককে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল।
গত সোমবার সকাল ১১টার দিকে ঢাকার ফার্মগেট মনিপুরির নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে স্বজনরা খালেকুজ্জামান ফারুককে শমরিতা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন (ইন্না লিল্লাহে .. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি মা, ২ ছেলে, ৪ ভাই ও ৫ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ আসর মনিপুরি জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম