ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তথা সরকারের সম্পদ নষ্টের দায়ে চাকরিচ্যুত করা হয়েছে করপোরেশনের মশক শ্রমিক রাজন দাসকে। রাজন দাস করপোরেশনে অস্থায়ীভাবে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত ছিলেন।
রাজন দাস ইচ্ছাকৃতভাবে লার্ভিসাইডিংয়ের জন্য ব্যবহৃত কীটনাশক ড্রেনে ফেলে দেয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়। এছাড়াও মশক নিধন কার্যক্রম সুপারভাইজিংয়ে দায়িত্ব পালনে অবহেলার জন্য অঞ্চল-২ এর সুপারভাইজার মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
করপোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা/২০১৯ এর ৪৯ উপ-বিধি মোতাবেক মনিরুজ্জামানকে দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের জন্য কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় এবং আগামী তিন কর্মদিবসের মধ্যে সিটি করপোরেশনের সচিব বরাবর কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়।
বিডি-প্রতিিদিন/বাজিত হোসেন