শিরোনাম
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
রাজশাহী বিভাগে করোনাজয়ী ৩৯৮ জন, মৃত্যু ২০
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন
রাজশাহী বিভাগে এ পর্যন্ত ৩৯৮ জন করোনা জয় করেছেন। আর করোনার কাছে পরাজিত হয়ে মারা গেছেন ২০ জন। অবশ্য মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্রনাথ আচার্য্য এক প্রতিবেদনে বিভাগের আট জেলায় মৃত্যুর সংখ্যা ১৯ বলে উল্লেখ করেছেন।
তার প্রতিবেদনে মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া এক মাদ্রাসা শিক্ষকের হিসাব নেই। ওই প্রতিবেদনে রাজশাহী জেলায় মৃতের সংখ্যা ৩ বলা হয়েছে। তবে মঙ্গলবার এই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুতে সংখ্যাটি বেড়ে ৪ হয়েছে। বিভাগেও মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২০।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোমবার মৃতের সংখ্যা দুইজন দেখিয়েছেন। এদের একজন পাবনা এবং অন্যজন বগুড়ার বাসিন্দা। বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে এ পর্যন্ত বগুড়ায় আটজন, নওগাঁয় দুজন, সিরাজগঞ্জে দুজন, পাবনায় তিনজন এবং নাটোরে একজন মারা গেছেন করোনায়।
বিভাগে এ পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়েছেন ৩৯৮ জন। এর মধ্যে ৯৬ জন নওগাঁ জেলার। এছাড়া জয়পুরহাটে ১১৫ জন, বগুড়ায় ৬৩ জন, সিরাজগঞ্জে ১৬ জন, রাজশাহীতে ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩৭ জন, নাটোরে ৩৯ জন এবং পাবনায় আটজন করোনামুক্ত হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্রনাথ আচার্য্য বলেন, বিভাগের মধ্যে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি বগুড়ায়। সেখানে এ পর্যন্ত ৮৭৪ জন করোনা পজিটিভ হিসাবে শনাক্ত হয়েছেন। এর বাইরে জয়পুরহাটে ২১৪ জন, নওগাঁয় ১৫৯ জন, সিরাজগঞ্জে ১৪১ জন, রাজশাহীতে ৮৬ জন, পাবনায় ১৩১ জন, নাটোরে ৬৮ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বিভাগের মধ্যে রাজশাহী জেলার পুঠিয়ায় গত ১২ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। ২৯ এপ্রিল বিভাগে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১০০ ছাড়ায়। গত ২১ মে ৪০তম দিনে বিভাগে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫০০ ছাড়ায়। ২ জুন সেই মাইলফলক অতিক্রমের পর সংখ্যাটা দেড় হাজার ছাড়ায় ৬ জুন। এখন বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৩০ জন। সোমবার (০৮ জুন) এক দিনেই শনাক্ত হয়েছেন ১২৯ জন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর