শিরোনাম
- স্পেসএক্স প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ
- ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, পিএসসির তিন নির্দেশনা
- সাগরকন্যা সিঙ্গাপুরে বাড়ছে মুসলমানদের সংখ্যা
- জিহ্বা যখন বড় শত্রু
- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমানের উত্থান
- বরিশালে ভাড়া বাসা থেকে শিক্ষকের লাশ উদ্ধার
- সূত্রাপুরে একই পরিবারের দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন
- মতিঝিলে সেনাকল্যাণ ভবনের আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
- ২১ বছর বয়সেই হওয়া যাবে নির্বাচন পর্যবেক্ষক
- তুলা আমদানিতে ২% উৎসে কর প্রত্যাহার
- জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার
- গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশব্যাপী বিএনপির দোয়া ও মিছিল
- এবার পশ্চিমা বিশ্বকে হামলার হুমকি মেদভেদেভের
- ফ্রান্সে ৪০ বছর কারাভোগের পর ফিলিস্তিনপন্থী যোদ্ধাকে মুক্তির নির্দেশ
- তৃষ্ণার জোড়া গোলে ভুটানকে আবারও হারালো বাংলাদেশ
- দুই সপ্তাহে গাজায় যুদ্ধে যাওয়া ৪ ইসরায়েলি সেনার আত্মহত্যা
- ব্যবসায়ী সোহাগ হত্যা: তিন আসামির স্বীকারোক্তি
- অবশেষে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন ওবামা দম্পতি
- তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের দুঃসাহস দেখাবেন না : মীর হেলাল
- ইরাকে নরওয়ের কোম্পানির তেলক্ষেত্রে ড্রোন হামলা
রাজশাহী বিভাগে করোনাজয়ী ৩৯৮ জন, মৃত্যু ২০
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহী বিভাগে এ পর্যন্ত ৩৯৮ জন করোনা জয় করেছেন। আর করোনার কাছে পরাজিত হয়ে মারা গেছেন ২০ জন। অবশ্য মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্রনাথ আচার্য্য এক প্রতিবেদনে বিভাগের আট জেলায় মৃত্যুর সংখ্যা ১৯ বলে উল্লেখ করেছেন।
তার প্রতিবেদনে মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া এক মাদ্রাসা শিক্ষকের হিসাব নেই। ওই প্রতিবেদনে রাজশাহী জেলায় মৃতের সংখ্যা ৩ বলা হয়েছে। তবে মঙ্গলবার এই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুতে সংখ্যাটি বেড়ে ৪ হয়েছে। বিভাগেও মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২০।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোমবার মৃতের সংখ্যা দুইজন দেখিয়েছেন। এদের একজন পাবনা এবং অন্যজন বগুড়ার বাসিন্দা। বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে এ পর্যন্ত বগুড়ায় আটজন, নওগাঁয় দুজন, সিরাজগঞ্জে দুজন, পাবনায় তিনজন এবং নাটোরে একজন মারা গেছেন করোনায়।
বিভাগে এ পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়েছেন ৩৯৮ জন। এর মধ্যে ৯৬ জন নওগাঁ জেলার। এছাড়া জয়পুরহাটে ১১৫ জন, বগুড়ায় ৬৩ জন, সিরাজগঞ্জে ১৬ জন, রাজশাহীতে ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩৭ জন, নাটোরে ৩৯ জন এবং পাবনায় আটজন করোনামুক্ত হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্রনাথ আচার্য্য বলেন, বিভাগের মধ্যে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি বগুড়ায়। সেখানে এ পর্যন্ত ৮৭৪ জন করোনা পজিটিভ হিসাবে শনাক্ত হয়েছেন। এর বাইরে জয়পুরহাটে ২১৪ জন, নওগাঁয় ১৫৯ জন, সিরাজগঞ্জে ১৪১ জন, রাজশাহীতে ৮৬ জন, পাবনায় ১৩১ জন, নাটোরে ৬৮ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বিভাগের মধ্যে রাজশাহী জেলার পুঠিয়ায় গত ১২ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। ২৯ এপ্রিল বিভাগে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১০০ ছাড়ায়। গত ২১ মে ৪০তম দিনে বিভাগে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫০০ ছাড়ায়। ২ জুন সেই মাইলফলক অতিক্রমের পর সংখ্যাটা দেড় হাজার ছাড়ায় ৬ জুন। এখন বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৩০ জন। সোমবার (০৮ জুন) এক দিনেই শনাক্ত হয়েছেন ১২৯ জন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর