গাজীপুরের একটি মার্কেটে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাবুল মাল (৪৬), মুনসুর ফকির (২৬), মোঃ শফিকুল (৪৮), আকরাম (২৮), হৃদয় ওরফে হাবিল (২৫), মো: নাজমুল (৩০), মজিবুর রহমান ওরফে ল্যাংটা (৪৫), মো: আব্দুল্যাহ আল মামুন (২৪)।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার সামসুন্নাহার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি জানান, গত ১৬ মে রাতে গ্রেফতারকৃতরাসহ ১০/১২ জনের ডাকাত দল জেলার জয়দেবপুর থানাধীন বেগমপুর এলাকার রহমত আলী সুপার মার্কেটের (রাজশাহী মাকের্ট) নৈশপ্রহরীকে বেঁধে রেখে বিভিন্ন দোকান থেকে নগদ ৪ লাখ ৯৪ হাজার টাকা, ৫ ভরি ১০ আনা স্বর্ণ, ২৯০ ভরি রূপা, বিভিন্ন মডেলের মোবাইল সেটসহ অন্যান্য মালামাল লুট করে। এই ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করে মার্কেট কর্তৃপক্ষ। এর আলোকে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ শরিয়তপুর ও গাজীপুরসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ আসামিকে গ্রেফতার করে। এসময় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার।
বিডি প্রতিদিন/হিমেল