ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এরা প্রত্যেকেই করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন সময়ে ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিল। আগের দিনও এই ইউনিটে ২১ জনের মৃত্যু হয়েছিল বলে হাসপাতাল সূত্র জানায়।
যারা মারা গেছেন তারা হলেন- ঢাকা ধানমন্ডির ডাঃ এম এ জলিল (৮৪)। তিনি করোনা পজেটিভ ছিলেন।
মঙ্গলবার সকালে ভর্তি হলে দুপুরেই তিনি মারা যান। অন্যরা হলেন, আকরাম হোসেন (৪৫) নারায়নগঞ্জ, তৈয়ব আহমেদ (৭৫) নবাবগঞ্জ, ইলিয়াছ (৩১) বরিশাল, শাহজাহান আলী (৫০) ঢাকার মিরপুর, কাউছার বানু (৬০) ঢাকা, মোঃ ফয়সাল (৩২) ফতুল্লা. নারায়ণগঞ্জ, নুরুন্নাহার (৯২) রাজারবাগ. ঢাকা, মান্জুরা বেগম (৬৪) নারায়নগন্জ, মাসুদ খাঁন (৫৯) গাজীপুর, সুধাংশ কুমার সাহা (৮০) ঢাকা, হাজী ফিরোজ (৫৮) ঢাকা, সাজেদা বেগম (৬০) মুন্সীগঞ্জ, এ বি এম মোস্তফা কামাল (৬০) হাতীরঝিল. ঢাকা, আমির হোসেন (৭৫) ওয়ারী. ঢাকা, রফিক (৭৬) শাহবাগ, ঢাকা, দেলোয়ার হোসেন (৬৭) বন্দর. নারায়ণগঞ্জ, মিসেস ফেরদৌসী (৩৪) পলাশ. নরসিংদী, সালাউদ্দিন (৪৬) এনায়েত নগর. নারায়ণগঞ্জ, আউলাদ হোসেন (৬৩), ঢাকা এবং কুমিল্লার আবুল হাশেম (৪৭)।
বিডি প্রতিদিন/আরাফাত