দেশের দরিদ্র জন্মগত শিশু হৃদরোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য চিকিৎসা সরঞ্জাম কিনতে ৯ কোটি ৩৭ লাখ টাকা অনুদান চেয়েছে ঢাকা শিশু হাসপাতাল।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদ স্বাক্ষরিক এক চিঠিতে গত বছরের নভেম্বরে এ আবেদন জানানো হয়। তবে এ পর্যন্ত সরকারের কাছ থেকে এ অনুদানের ব্যাপারে কোন সাড়া পাওয়া যায়নি বলে জানা গেছে। ফলে বিঘ্নিত হচ্ছে শিশুদের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম।
তথ্যমতে, ঢাকা শিশু হাসপাতাল দেশের একমাত্র বৃহত্তর বিশেষায়িত শিশু চিকিৎসা প্রতিষ্ঠান। কিন্তু শিশু হৃদরোগ চিকিৎসার সরঞ্জাম ব্যয়বহুল হওয়ায় হাসপাতালের পক্ষে এসব কেনা সম্ভব হয় না। ফলে দেশের বিপুল সংখ্যক দরিদ্র জন্মগত শিশু হৃদরোগে আক্রান্ত হলেও তাদের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসা বঞ্চিত হয়ে অনেক শিশু মারা যাচ্ছে।
জানা গেছে, শিশু হৃদরোগিদের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রমের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু কার্ডিওলজি বিভাগকে প্রতিবছর প্রায় ৮ কোটি টাকা দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। এতে বিপুল সংখ্যক দরিদ্র জন্মগত হৃদরোগি সেবা পাচ্ছে।
ঢাকা শিশু হাসপাতালের দরিদ্র জন্মগত শিশু হৃদরোগীদের চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য জরুরী ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম কিনতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদ।
বিডি প্রতিদিন/আরাফাত