শেখ হাসিনা জাতীয় বার্ণ ইনিস্টিটিউট থেকে সরকারি ওষুধ চুরি করতে যেয়ে হাতেনাতে ধরা পড়েছেন সিনিয়র স্টাফ নার্স তপন কুমার। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আটক তপন কুমার বার্ন ইন্সটিটিউটের ইনচার্জ। তপনের গ্রামের বাড়ি নড়াইল জেলার ফোকলাডঙ্গা গ্রামে।
পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের সামনে থেকে এনএসআই'র সদস্যরা তপন কুমারকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২৫-৩০ হাজার টাকার মূল্যের হাই এন্টিবায়োটিক সরকারি ওষুধ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, তপন কুমার দীর্ঘদিন ধরে সরকারি জীবনরক্ষাকারী ওষুধ চুরি করে আসছিল বলে পুলিশের জেরায় স্বীকার করেছে। তিনি স্বাধীনতা নার্সেস পরিষদের প্রতিষ্ঠাতা নেতা। তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ