চট্টগ্রামের পটিয়ায় ও নগরীর চাক্তাই এলাকায় অসহায় ও দরিদ্র ৭শ' মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সামাজিক দূরত্ব নিশ্চিত করে শীতল প্রপ্রার্টিজ লিমিটেডের উদ্যোগে গত শনিবার বিকেলে ব্যক্তিক্রমী এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শীতল প্রপ্রার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ছাত্রনেতা মো. ইয়াছিন সুলতান, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মনসুর আলম পাপ্পি, শীতল প্রপ্রার্টিজ লিমিটেডের সত্ত্বাধিকারী সুলতানা ইয়াসমিন রেখা, ছাত্রলীগ নেতা সালাউদ্দিন, মহানগর ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদুল আলম চৌধুরী, যুবলীগ নেতা জিকু প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন