রংপুরে এক জুয়ের্লাসের কারখানা থেকে আনোয়ার হোসেন (৩৫) নামের এক স্বর্ণ শিল্পী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে রংপুর নগরীর নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয় সংলগ্ন সাগর জুয়ের্লাসের কারখানার একটি কক্ষ থেকে ওই শ্রমিকের ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, নিহত আনোয়ার হোসেন নিউ জুম্মাপাড়া পাকার মাথা এলাকার মৃত মাসুম মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে সাগর জুয়ের্লাসে কারিগর হিসেবে কাজ করে আসছিল। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে ইউডি মামলা করা হয়েছে।
রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম জানান, নিহত আনোয়ার হোসেন ইউনিয়নের একজন সাধারণ সদস্য। কী কারণে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে ইউনিয়নের পক্ষ থেকে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল