বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- ‘যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না ইরান, যে কোনো অভিযানের জন্য প্রস্তুত’
- বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মিশরীয় উদ্যোক্তাদের আমন্ত্রণ
- দেশের প্রেক্ষাগৃহে আসছে নেপালি সিনেমা ‘মিসিং’
- ২৭ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড উইন্ডিজের
- ইসলাম ধর্ম গ্রহণ করলেন কেনিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী
- মুসলিম যুবকদের প্রতি প্রোগ্রামিং ও এআই শেখার আহ্বান
- ওড়িশায় যৌন হয়রানির বিচার না পেয়ে গায়ে আগুন দেয়া সেই ছাত্রী মারা গেছে
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৫ জুলাই)
- ট্রাস্টের আড়ালে কর ফাঁকির প্রবণতা
- হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন ১৮৩ ভিআইপি
- অর্থনীতি গতিশীল রাখতে নির্বাচন জরুরি
- ঐকতানে অনৈক্য : সেনাপ্রধানের বার্তা ভুলে গেছেন রাজনীতিকরা
- বাংলাদেশকে ছোট ভাই না, সমান মনে করতে হবে
- সেই সতর্কবার্তা এখন গুরুত্ব পাচ্ছে, রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি চরমে
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলমের বিরুদ্ধে এবার অধীনস্থ কর্মচারীদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ প্রেক্ষিতে অধীনস্থ কমচারীরা নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন ও অপসারণ দাবি করেছেন। এনিয়ে পাউবো রাজশাহীর পওর সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলীর কাছেও অভিযোগ করেছেন কর্মচারীরা।
রবিবার সকালে করা এ অভিযোগের অনুলিপি পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও সংশ্লিষ্ট বিভিন্ন দফতরেও পাঠানো হয়েছে। রাজশাহী পাউবোতে কর্মরত ৪৫ কর্মচারী স্বাক্ষরিত অভিযোগে উল্লেখ করা হয়, নির্বাহী প্রকৌশলী কোহিনূর আলম অফিসে বহিরাগতদের নিয়ে নিজস্ব বলয় তৈরি করেছেন। কাউকে কোনো তোয়াক্কা করেন না। অধীনস্থ কর্মচারীরা সারাক্ষণ তার হুমকি-ধামকির মুখে তটস্থ হয়ে থাকেন। যখন-তখন কর্মচারীদের ওপর মারমুখি আচরণ করেন। অকথ্য গালিগালাজ করে চরম হয়রানি ও কথায় কথায় চাকরিচ্যুতির হুমকি দেন।
কর্মচারিরা অভিযোগে উল্লেখ করেন, সর্বশেষ গত ১ জুলাই, তার দফতরেই কর্মরত উচ্চমান সহকারী মমতাজ উদ্দিনকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দেন। মমতাজ উদ্দিনকে ফোনে গালিগালাজের রেকর্ড করা অডিওতে শোনা যায় অশ্রাব্য সব ভাষার প্রয়োগ। মমতাজ উদ্দিন জানান, গত ১ জুলাই তিনি বন্যার ক্ষয়ক্ষতির প্রতিবেদন তৈরি করে নির্বাহী প্রকৌশলীর জন্য অপেক্ষ করছিলেন। দুপুর ১২ টার মধ্যে প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা থাকলেও কম্পিউটারের পাসওয়ার্ড পাওয়ার জন্য তিনি অপেক্ষা করছিলেন। শেষ পর্যন্ত নির্বাহী প্রকৌশলী সময়মত অফিসে না আসায় মমতাজ উদ্দিন তাকে মোবাইলে ফোন করলেই অপর প্রান্ত থেকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
এ অবস্থায় মমতাজ উদ্দিন অডিও রেকর্ডসহ পাউবো শ্রমিক কর্মচারী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হয়। পরে শ্রমিক কর্মচারী লীগের ব্যানারে ওইদিনই প্রতিবাদ সভা করে সর্বসম্মতিক্রমে নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি করেন। পরে সবাই নির্বাহী প্রকৌশলীর দফতরে হাজির হলেও তিনি কোনো কথা শুনতে রাজি হননি। বাধ্য হয়ে তারা প্রধান প্রকৌশলীকে লিখিতভাবে অভিযোগ করেন।
এ ব্যাপার নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলমের সঙ্গে যোগযোগ করা হলে তিনি এসব অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে ফোন কেটে দেন।
তবে পাউবো রাজশাহী পওর সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মুখলেসুর রহমান বলেন, এ বিষয়ে কর্মচারীদের একটি অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর