সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সংগঠনের মহানগর শাখার উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র সদর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ জাকারিয়া হামেদী।
বক্তব্য রাখেন সংগঠনের নেতা জাহিদুল ইসলাম ও মিজানুর রহমানসহ অন্যান্যরা।
এদিকে, সরকারি বরিশাল কলেজের নাম অপবির্তিত রাখার দাবিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ৭দিন ব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির চতুর্থ দিন আজ শনিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার মানুষ গণস্বাক্ষর করে সমর্থন জানিয়েছে বলে জানিয়েছেন সমন্বয়কারী নাজমুল হাসান রনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম