রাজশাহীতে অগ্রণী ব্যাংক থেকে ১৭ লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে রাজশাহী নগরীর জিরোপয়েন্টের অগ্রণী ব্যাংক শাখায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন।
পুলিশ জানায়, রাজশাহী নগরীর সাহেব বাজার শাখার অগ্রণী ব্যাংকের ভেতর থেকে রাজশাহী ফার্টিলাইজার এসোসিয়েশন এর ১৭ লাখ টাকাসহ আরও বেশ কিছু টাকার চেক চুরি হয়ে গেছে। তারা পে-অর্ডার করতে গিয়েছিলেন ব্যাংকে। ওই গ্রাহক ব্যাংকের ভেতর পায়ের কাছে ব্যাগ রেখে টেবিলে ভর দিয়ে চেক লিখছিলেন। এসময় পায়ের কাছ থেকে ব্যাগ চুরি হয়ে যায়। চুরির কিছুক্ষণ পরে তিনি বুঝতে পারেন তার ব্যাগ নেই। ব্যাংকের সিসিটিভির ফুটেজ দেখে ব্যাগ চুরি যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে মাঠে কাজ শুরু করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ